Wednesday 27 July 2011

TONIGHTS

Tonight's the night
for me and you,
The night to prove
we were meant to be.
You mean the world to me,
and so much more,
I would give my life for you,
the one I adore.
You're the one I think of,
when I'm happy or sad,
You're the one i think of,
and am very glad to have.
Your touch is s o gentle,
your smile is so sweet,
Everytime I'm with you,
my heart skips a beat.
Together, Forever,
I know it's meant to be,
for you to only be with me.
When we hold hands,
my heart fills with joy,
Just to hear you tell me,
I'll always be your boy.
When we hold eachother close,
the world seems to move fast,
And it seems like forever,
though much time has past.
When we hug eachother,
and i look into your eyes,
Your sweet adorable smile,
catches me by surprise.
Your kisses are so sweet,
when our lips begin to meet.
To hear you say, I Love You,
means so much to me,
And I hope and pray that you,
will always be with me......

it'sn meeeeeeeeeeeeeeeeee


BIRBHUM


Tuesday 26 July 2011

""TARA DIL MA MARI SANSHO KO PANHA MIL JAYA TARA ISKH MA MARI JAAN FAANA HO JAYA""



Top Ten Natural Wonders



The list of the top ten natural wonders of the world is very hard to get 100% consensus on because there are so many woderful places on Earth. Our list is one version of the top natural wonders (in no specific order).
Grand canyonGrand Canyon
The Grand Canyon is one of the most spectacular features of the natural world, having been carved out by the Colorado River over millions of years.
This immense and intriguing canyon through arid desert 277 miles long and almost 18 miles wide, and more than 1,500m deep.
All about Grand Canyon Nationa Park
Great Barrier ReefGreat Barrier Reef
The Great Barrier Reef is the world's largest coral reef system composed of over 2,900 individual reefs and 900 islands stretching for 2,600 kilometres (1,616 mi) over an area of approximately 344,400 square kilometres (132,974 sq mi) along the north-eastern coast of Australia.
The Great Barrier Reef is a system of islands and coral reefs that is home to a vast biological diversity of plants and animals.
In addition to its environmental value, the area offers visitors the chance to do a variety of activities � including scuba diving, snorkeling, watersports and birdwatching � and many places along the Queensland coast also offer boat trips to the reef on a daily basis.
RioHarbor of Rio de Janeiro
The Rio de Janeiro harbor is a spectacular natural setting in south-east Brazil, stretching inland for about 20 miles.
Many people know the bay for its massive statue of Jesus Christ � known as Christ the Redeemer or "Christo Redentor" � which looms on the Corcovado Mountain overlooking the bay.
All about Rio De Janeiro
Mount EverestMount Everest
Mount Everest is the well-known highest mountain on Earth. Its peak (not including the snow covering) being approximately 8,844m (29,015ft) high � and it continues to grow by an estimated two to five millimeters per year!
The summit ridge marks the border between China and Nepal.
Aurora BorealisAurora Borealis or Northen Lights
Aurora Borealis or the "Northern Lights" is the name given to a stunning light phenomenon often seen in the northern regions of countries such as Norway, Sweden, Finland, Greenland, Iceland, Alaska and Canada.
Mesmerizing, eerie, and never the same twice, Aurora Borealis flickers across the northern sky most often from September to October and March to April.
The Northern lights have often been described as the most amazing natural firework display possible � with shimmering lights and surging colors in the sky.
Angel FallsAngel Falls
Angel Falls in Venezuela is the world's highest free-falling waterfall at 979m (3,230ft), with an uninterrupted drop of 807m (2,648ft).
Angel Falls was officially discovered in 1933 by an American aviator, James Crawford Angel.
Getting to the falls can be tricky and usually involves taking a short flight from Caracus to Canaima and then a boat trip and trek to reach the falls. Alternatively, you could choose to just do an aerial fly-by of the waterfalls.
Paricutin VolcanoParicutin Volcano
Paricutin Volcano in Mexico literally came from nowhere and emerged as a new volcano starting from a moment when the ground in a farmer's cornfield opened in February, 1943, and lava started flowing out! The lava flows then continued with little interruption until February, 1952.
The lava covered two villages with lava, although there were no casualties, and today the top of the church of one of those villages can be seen peeking out of the solidified lava. Many people have climbed the volcano, which stands at a height of 2,800 m.
Victoria FallsVictoria Falls - Zambia/Zimbabwe
One of the world's mightiest falls, Victoria Falls thunders over a 100m-high, 1.5km-long cliff before rushing its enormous flow (120 million gallons of water a minute) into the Batoka Gorge.
Victoria Falls creates some of the world's most awesome white water, a spectacular view indeed. See large Victoria Falls picture
Niagara FallsNiagara Falls
Located on the border between Canada and the USA, the Niagara Falls comprises three separate waterfalls: the Horseshoe Falls (sometimes called the Canadian Falls); the American Falls; and the smaller, adjacent Bridal Veil Falls.
It is not the height, but the width and splendor of the falls that takes your breath away.
See beautiful Niagara Falls pictures
Gunung MuluGunung Mulu National Park
Gunung Mulu National Park in Borneo contains the most extensive and spectacular cave system in the world.
Many of the caves are illuminated, and visitors can marvel at 600-foot indoor waterfalls.
Every evening, when more than a million bats stream from the caves like a dense black cloud, creating an awesome view.

অনামিকা

তোমারে বন্দনা করি
স্বপ্ন-সহচরী
লো আমার অনাগত প্রিয়া,
আমার পাওয়ার বুকে না-পাওয়ার তৃষ্ণা-জাগানিয়া!
তোমারে বন্দনা করি….
হে আমার মানস-রঙ্গিণী,
অনন্ত-যৌবনা বালা, চিরন্তন বাসনা-সঙ্গিনী!
তোমারে বন্দনা করি….
নাম-নাহি-জানা ওগো আজো-নাহি-আসা!
আমার বন্দনা লহ, লহ ভালবাসা….
গোপণ-চারিণী মোর, লো চির-প্রেয়সী!
সৃষ্টি-দিন তে কাঁদবাসনার অন্তরালে বসি’-
ধরা নাহি দিলে দেহে
তোমার কল্যাণ-দীপ জ্বলিলে না
দীপ-নেভা বেড়া-দেওয়া গেহে
অসীমা! এলে না তুমি সীমারেখা-পারে!
স্বপনে পাইয়া তোমাস্বপনে হারাই বারে বারে
অরুপা লো! রহি য়ে এলে মনে,
সতী য়ে এলে না ঘরে
প্রিয় য়ে এলে প্রেমে,
বধূ হয়ে এলে না অধরে!
দ্রাক্ষা-বুকে রহিলে গোপনে তুমি শিরীন্শরাব,
পেয়ালায় নাহি এলে!-
উতারো নেকার’-
হাঁকে মোর দুরন্ত কামনা!
সুদুরিকা! দূরে থাক’-ভালোবাসা-নিকটে এসো না

তুমি নহ নিভে যাওয়া আলো, নহ শিখা
তুমি মরীচিকা,
তুমি জ্যোতি।-
জন্ম-জন্মান্তর ধরিলোকে-লোকান্তরে তোমাকরেছি আরতি,
বারে বারে একই জন্মে শতবার করি!
যেখানে দেখেছি রূপ,-করেছি বন্দনা প্রিয়া তোমারেই স্মরি
রূপে রূপে, অপরূপা, খুঁজেছি তোমায়,
পবনের যবনিকা যত তুলি তত বেড়ে যায়!
বিরহের কান্না-ধোওয়া তৃপ্ত হিয়া ভরি
বারে বারে উদিয়াছ ইন্দ্রধনুসমা,
হাওয়া-পরী
প্রিয় মনোরমা!
ধরিতে গিয়োছি-তুমি মিলায়েছ দূর দিগ্বলয়ে
ব্যথা-দেওয়া রাণী মোর, এলে না কথা কওয়া য়ে

চির-দূরে থাকা ওগো চির-নাহি-আসা!
তোমারে দেহের তীরে পাবার দুরাশা
গ্রহ তে গ্রহান্তরে য়ে যায় মোরে!
বাসনার বিপুল আগ্রহে-
জন্ম লভি লোকে-লোকান্তরে!
উদ্বেলিত বুকে মোর অতৃপ্ত যৌবন-ক্ষুধা
উদগ্র কামনা,
জন্ম তাই লভি বারে বারে,
না-পাওয়ার করি আরাধনা!….
যা-কিছু সুন্দর হেরিরেছি চুম্বন,
যা-কিছু চুম্বন দিয়া রেছি সুন্দর-
সে-সবার মাঝে যেন তব হরষণ
অনুভব করিয়াছি!-ছুঁয়েছি অধর
তিলোত্তমা, তিলে তিলে!
তোমারে যে করেছি চুম্বন
প্রতি তরুণীর ঠোঁটে
প্রকাশ গোপন

যে কেহ প্রিয়ারে তার চুম্বিয়াছে ঘুম-ভাঙা রাতে,
রাত্রি-জাগা তন্দ্রা-লাগা ঘুম-পাওয়া প্রাতে,
সকলের সাথে আমি চুমিয়াছি তোমা
সকলের ঠোঁটে যেন, হে নিখিল-প্রিয়া প্রিয়তমা!
তরু, লতা, পশু, পাখী, সকলের কামনার সাথে
আমার কামনা জাগে,-আমি রমি বিশ্ব-কামনাতে!
বঞ্চিত যাহারা প্রেমে, ভুঞ্জে যারা রতি-
সকলের মাঝে আমি-সকলের প্রেমে মোর গতি!
যে-দিন স্রষ্টার বুকে জেগেছিল আদি সৃষ্টি-কাম,
সেই দিন স্রষ্টা সাথে তুমি এলে, আমি আসিলাম
আমি কাম, তুমি লে রতি,
তরুণ-তরুণী বুকে নিত্য তাই আমাদের অপরূপ গতি!
কী যে তুমি, কী যে নহ, কত ভাবি-কত দিকে চাই!
নামে নামে, -নামিকা, তোমারে কি খুঁজিনু বৃথাই?
বৃথাই বাসিনু ভালো? বৃথা সবে ভালোবাসে মোরে?
তুমি ভেবে যারে বুকে চেপে ধরি সে- যায় রে
কেন হেন হয়, হায়, কেন লয় মনে-
যারে ভালো বাসিলাম, তারো চেয়ে ভালো কেহ
বাসিছে গোপনে

সে বুঝি সুন্দরতর-আরো আরো মধু!
আমারি বধূর বুকে হাসো তুমি য়ে নববধূ
বুকে যারে পাই, হায়,
তারি বুকে তাহারি শয্যায়
নাহি-পাওয়া য়ে তুমি কাঁদ একাকিনী,
ওগো মোর প্রিয়ার সতিনী।….
বারে বারে পাইলাম-বারে বারে মন যেন কহে-
নহে, সে নহে!
কুহেলিকা! কোথা তুমি? দেখা পাব কবে?
জন্মেছিলে জন্মিয়াছ কিম্বা জন্ম লবে?
কথা কও, কও কথা প্রিয়া,
হে আমার যুগে-যুগে না-পাওয়ার তৃষ্ণা-জাগানিয়া!

কহিবে না কথা তুমি! আজ মনে হয়,
প্রেম সত্য চিরন্তন, প্রেমের পাত্র সে বুঝি চিরন্তন নয়
জন্ম যার কামনার বীজে
কামনারই মাঝে সে যে বেড়ে যায় কল্পতরু নিজে
দিকে দিকে শাখা তার করে অভিযান,
যেন শুষিয়া নেবে আকাশের যত বায়ু প্রাণ
আকাশ ঢেকেছে তার পাখা
কামনার সবুজ বলাকা!

প্রেম সত্য, প্রেম-পাত্র বহু-আগণন,
তাই-চাই, বুকে পাই, তবু কেন কেঁদে ওঠে মন
মদ সত্য, পাত্র সত্য নয়!
যে-পাত্রে ঢালিয়া খাও সেই নেশা হয়!
চির-সহচরী!
এতদিনে পরিচয় পেনু, মরি মরি!
আমারি প্রেমের মাঝে রয়েছ গোপন,
বৃথা আমি খুঁজে মরিজন্মে জন্মে করিনু রোদন
প্রতি রূপে, অপরূপা, ডাক তুমি,
চিনেছি তোমায়,
যাহারে বাসিব ভালো-সে- তুমি,
ধরা দেবে তায়!
প্রেম এক, প্রেমিকা সে বহু,
বহু পাত্রে ঢেলে পি সেই প্রেম-
সে শরাব লোহু
তোমারে করিব পান, -নামিকা, শত কামনায়,
ভৃঙ্গারে, গোলাসে কভু, কভু পেয়ালায়!
subhatirtha dev